ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

৩৭ বাংলাদেশিসহ মেক্সিকোতে ছয়শ অভিবাসী আটক

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে বাংলাদেশিসহ ৬০০ অভিবাসন প্রত্যাশীকে আটক করেছে মেক্সিকান প্রশাসন। গত শুক্রবার (১৯ নভেম্বর) দেশটির পূর্বাঞ্চলীয় একটি এলাকার দুটি ট্রাকের পেছনের অংশ থেকে তাদেরকে আটক করা হয়। রবিবার (২১ নভেম্বর) করা প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।


শনিবার (২০ নভেম্বর) মেক্সিকোর ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) জানিয়েছে, আটককৃত অভিবাসন প্রত্যাশীরা ট্রাক দুটির পেছনের অংশে লুকিয়ে ছিলেন। আটককৃত অভিবাসীদের মধ্যে অধিকাংশই পার্শ্ববর্তী দেশ গুয়েতেমালার নাগরিক। এদের মধ্যে ৩৭ জন বাংলাদেশিও রয়েছেন।


আইএনএম আরও জানায়, আটককৃত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে ৪৫৫ জন পুরুষ এবং ১৪৫ জন নারী। এছাড়া জাতীয়তার হিসেবে আটককৃতদের মধ্যে ৪০১ জন গুয়াতেমালার, ৫৩ জন হন্ডুরাসের, ৪০ জন ডোমিনিকান রিপাবলিকের, ৩৭ জন বাংলাদেশের, ২৭ জন নিকারাগুয়ার এবং ১৮ জন এল সালভাদরের নাগরিক।


এছাড়া কিউবার আটজন, ঘানার ছয়জন, ভেনেজুয়েলা ও ইকুয়েডরের চারজন করে এবং ভারতের ও ক্যামেরুনের একজন নাগরিক করে রয়েছেন।

ads

Our Facebook Page